
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্ভাব্য শান্তিচুক্তির প্রায় ৯০ শতাংশ প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, বাকি থাকা ১০ শতাংশ সিদ্ধান্তই ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
জেলেনস্কি স্পষ্ট করে জানান, ইউক্রেন ‘যেকোনো মূল্যে শান্তি’ চায় না। তার ভাষায়, যুদ্ধের অবসান চাই, তবে দেশের অস্তিত্বের বিনিময়ে নয়। তিনি বলেন, পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সরে গেলে ইউক্রেনের জন্য সবকিছু শেষ হয়ে যাবে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নববর্ষের ভাষণে সেনাদের প্রতি আস্থা প্রকাশ করে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন। একই সময়ে ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলার চেষ্টার অভিযোগ তোলে মস্কো, যা কিয়েভ জোরালোভাবে অস্বীকার করেছে।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস রাশিয়ার এসব দাবিকে ‘ইচ্ছাকৃত বিভ্রান্তি’ বলে আখ্যা দেন। বিশ্লেষকদের মতে, দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ প্রশ্নেই শান্তি আলোচনা সবচেয়ে বড় বাধার মুখে রয়েছে। সূত্র: বিবিসি